গত ১৭ই জুন, ২০২২ (শুক্রবার), ঢাকা ফিলাটেলিক ক্লাব আয়োজিত ফিলাটেলিক ফেয়ার অনুষ্ঠানে সেমিনার পর্বে পিএসবির ভাইস প্রেসিডেন্ট জনাব আকলাকুর রহমান একটা প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধের শিরোনাম “সংগ্রহের মনস্তত্ত্ব ও ডাকটিকিট সংগ্রহ”। আগ্রহী সংগ্রাহকদের জন্য সেই প্রবন্ধটি এখানে সংযুক্ত করা হচ্ছে ।