PHILATELIC SEMINAR 2022
Workshop for Youth Collector
ফিলাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ (পিএসবি) এর উদ্যোগে বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ফিলাটেলিক কর্মশালা।
এই অনুষ্ঠানে শাহীন স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেণীর দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। আমার তিন দশকের ফিলাটেলিক জগতের পদচারনায় এত অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ আমার চোখে পড়েনি। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনটি প্রাণবন্ত করে তোলে।
কর্মশালার মূল বক্তা হিসাবে আমি প্রেজেন্টেশন দিয়েছি আর অনুষ্ঠানে পিএসবি’র প্রেসিডেন্ট Muhammad Akbar Husain, ভাইস-প্রেসিডেন্ট Sanaul H Chowdhury, সাধারন সম্পাদক Rumi Khurshid, সহ-সাধারন সম্পাদক Masoom Mahbub এবং দপ্তর সম্পাদক Ahmed Masud উপস্থিত ছিলেন।
কর্মশালায় ডাকটিকিট কি, ডাক ব্যবস্থার ইতিহাস, ডাকটিকিটের ইতিহাস, কেন সংগ্রহ করবো, কি ভাবে সংগ্রহ করবো, কি ভাবে ডাকটিকিট থেকে ঘরে বসে জ্ঞানার্জন করা যায় ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়।
কর্মশালার বিভিন্ন অংশে ফিলাটেলিক কুইজের ব্যবস্থা রাখা হয়েছিল। কুইজে সঠিক উত্তরদাতাদের পিএসবি’র পক্ষ থেকে ডাকটিকিট উপহার দেওয়া হয়।
কর্মশালায় পিএসবি কে সার্বিক সহযোগিতা করার জন্য নওশাদ ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
A.Z.M AKHLAQUR RAHMAN
VICE PRESIDENT (PSB)
MAY 27, 2022
এই অনুষ্ঠানে শাহীন স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেণীর দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। আমার তিন দশকের ফিলাটেলিক জগতের পদচারনায় এত অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ আমার চোখে পড়েনি। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনটি প্রাণবন্ত করে তোলে।
কর্মশালার মূল বক্তা হিসাবে আমি প্রেজেন্টেশন দিয়েছি আর অনুষ্ঠানে পিএসবি’র প্রেসিডেন্ট Muhammad Akbar Husain, ভাইস-প্রেসিডেন্ট Sanaul H Chowdhury, সাধারন সম্পাদক Rumi Khurshid, সহ-সাধারন সম্পাদক Masoom Mahbub এবং দপ্তর সম্পাদক Ahmed Masud উপস্থিত ছিলেন।
কর্মশালায় ডাকটিকিট কি, ডাক ব্যবস্থার ইতিহাস, ডাকটিকিটের ইতিহাস, কেন সংগ্রহ করবো, কি ভাবে সংগ্রহ করবো, কি ভাবে ডাকটিকিট থেকে ঘরে বসে জ্ঞানার্জন করা যায় ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়।
কর্মশালার বিভিন্ন অংশে ফিলাটেলিক কুইজের ব্যবস্থা রাখা হয়েছিল। কুইজে সঠিক উত্তরদাতাদের পিএসবি’র পক্ষ থেকে ডাকটিকিট উপহার দেওয়া হয়।
কর্মশালায় পিএসবি কে সার্বিক সহযোগিতা করার জন্য নওশাদ ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
A.Z.M AKHLAQUR RAHMAN
VICE PRESIDENT (PSB)
MAY 27, 2022