PHILATELIC WORKSHOP
Workshop for Youth Collector
ডাকটিকিট নিয়ে জমজমাট কর্মশালা ১২ ডিসেম্বর ২০২১
তারিখটা ছিল একটু অন্যরকম, ১২-১২-২১। তারিখের মধ্যে তিনটা এক আর তিনটা দুই, আর কিছু নাই।
এই দিন ফিলাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ (পিএসবি), কিশোর আলোর সাথে শিশু-কিশোরদের জন্য একটি ফিলাটেলিক কর্মশালার আয়োজন করে। কর্মশালার শিরোনাম ছিল “মজার শখ ডাকটিকিট সংগ্রহ।”
ত্রিশোর্ধ্ব সংখ্যক শিশু-কিশোরদের উদ্দেশ্যে এই কর্মশালায় মূল বক্তা হিসাবে আমি প্রায় দেড় ঘন্টা ফিলাটেলির ইতিহাস, ডাকটিকিটের রকমফের, কি ভাবে ডাকটিকিট সংগ্রহ করা যায়, কি ভাবে ডাকটিকিট সংরক্ষণ করা উচিৎ ইত্যাদি বিষয়ে কথা বলি।
মূল বক্তব্যের পরে শুভেচ্ছা বক্তব্য রাখে ফিলাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি Muhammad Akbar Husain , সাধারণ সম্পাদক Rumi Khurshid এবং কোষাধ্যক্ষ Arup Kumar Saha ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখে কিশোর আলোর সম্পাদক এবং একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক।
A Successful workshop conducted on Stamp Collection By the Philatelic Society of Bangladesh (PSB) at the Ki A (Kishore Alo) Bondhu Sova of Prothom Alo at the Prothom Alo Auditorium, Dhaka, Bangladesh.
18 May 2019
গতকাল ১৮ই মে, ২০১৯ তারিখে কিশোর আলো বন্ধুসভার বন্ধুদের জন্য ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ ডাকটিকিট সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের উপরে একটা কর্মশালা আয়োজন করে। কর্মশালা শেষে একটা ফিলাটেলিক কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।